আসামি রোহিঙ্গা আবুল কালামকে গ্রেপ্তার করেছেন এপিবিএনের সদস্যরা।

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির নাম আবুল কালাম (২৫)। তিনি টেকনাফের লেদা ক্যাম্পের বাসিন্দা। তাঁর বাবার নাম হামিদ হোসাইন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা রোহিঙ্গাদের লেদা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। আবুল কালাম চট্টগ্রামের কোতোয়ালি থানা-পুলিশের হেফাজতে থাকা অবস্থায় চট্টগ্রাম আদালত চত্বর থেকে সম্প্রতি পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পরে আসামি আবুল কালামকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন এপিবিএনের সদস্যরা।