সিএমপির চকবাজার থানায় পুলিশ সদস্যদের অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা-পুলিশের সদস্যদের অগ্নিনিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে জীবন ও সম্পদহানি রোধে কাজ করা ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মীরা শনিবার এ প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যরা। তাঁরা এমন প্রশিক্ষণের জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন।

চুলা (ইলেকট্রিক, গ্যাস ও মাটির), বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, খোলা বাতির ব্যবহার, উত্তপ্ত ছাই/জ্বালানি, ছোটদের আগুন নিয়ে খেলা, যন্ত্রাংশের ঘর্ষণজনিত, অগ্নিসংযোগ (শত্রুতামূলক ও উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক, বজ্রপাত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে, বাজি পোড়ানো, মাত্রাতিরিক্ত তাপ/উচ্চতাপ, মেশিনের মিসফায়ার, স্বতঃস্ফূর্ত প্রজ্বালন, চিমনির স্ফুলিঙ্গ, স্থির বিদ্যুৎ, রাসায়নিক বিক্রিয়া, বিস্ফোরণ (সিলিন্ডার, বয়লার ইত্যাদি), গ্যাস সরবরাহ লাইনের আগুন, যানবাহনের দুর্ঘটনাজনিত কারণ ও অন্যান্য কারণে ২০২১ সালে বাংলাদেশে ২১ হাজার ৭৩টি আগুন লাগার ঘটনা ঘটে। এতে আর্থিক ক্ষতি হয় প্রায় ২৪৬ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৪ টাকার।