জব্দ করা ভেজাল জুস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সদস্যরা বিপুল পরিমাণ ভেজাল জুসসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে বাকলিয়া থানাধীন তক্তারপুলের আবদুল সোবহান রোড বিসমিল্লাহ কলোনি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খোরশেদ আলম প্রকাশ জিহান (৩১) ও মো. জাহাঙ্গীর আলম (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভেজাল ৭ হাজার ৯২০ বোতল লিচি ড্রিঙ্ক, ১ হাজার ২০০টি অরেঞ্জ কালারের আইস ললি, ২ বস্তা লিচি ড্রিঙ্কের খালি বোতল, ইমানদার আইস ললি আইসপপ নামের ৮ হাজার লেভেল, ১টি মিক্সার মেশিন, ১টি হিটার মেশিন, ৩টি কাপ সিলার মেশিন ও ১টি মেয়াদোত্তীর্ণ সিল জব্দ করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।