চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন নিয়ে আলোচনাসভায় অন্য অতিথিদের সঙ্গে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সিএমপি

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যে বিভাগীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রামের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন হয়েছে।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সামনে শুক্রবার জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

পতাকা উত্তোলন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের পরিচালক মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে কার্যকর পদক্ষেপ নেয়ার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।