চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রগুলিসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: চট্টগ্রাম জেলা পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি এলজি, দুটি কার্টুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউনিয়নের খুনিবটতল এলাকায় অভিযান চালিয়ে ওই থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় আগ্নেয়াস্ত্র পরিবহন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমানের তত্ত্বাবধানে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে একদল অফিসার-ফোর্স শুক্রবার রাতে সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউনিয়নের খুনিবটতল এলাকায় কেওচিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। রাত এগারোটার দিকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে অটোরিকশার যাত্রী আসামি জামাল হোসেন (২৫) সিএনজি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে ওই অস্ত্র-গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।