জব্দ করা গাঁজা ও ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর বকশীবাজার এলাকায় পৃথক অভিযানে গাঁজা, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা-পুলিশ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন নার্গিস আক্তার পারভীন ওরফে কাজল, আ. হাকিম ও রিয়াজুল ইসলাম রিজভী।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম বলেন, চকবাজার মডেল থানার বকশীবাজারে রাহাত স্টুডিওয়ের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে উক্ত স্থানে অভিযান চালায় এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি দল।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নার্গিসকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওসি বলেন, একই দিনের আরেক অভিযানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে এসআই নুর উদ্দিনের নেতৃত্বে একটি দল একই এলাকা থেকে হাকিম ও রিয়াজুলকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামিরা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাঁদের নামে চকবাজার মডেল থানায় পৃথক মামলা হয়েছে।