ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভায় বিএমপি কমিশনারসহ অংশগ্রহণকারীরা। ছবি: বিএমপি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শনিবার বেলা ১১টার দিকে বিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বারের সভাপতিত্বে ওই সভা হয়।

সভায় বিএমপি কমিশনার ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সবার সঙ্গে মতবিনিময় করে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তিনটি ধাপে (ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী) করণীয় বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগকালীন জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।’