বাঘারপাড়া থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: যশোর জেলা প্রতিনিধি

যশোর জেলার বাঘারপাড়া থানা-পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে।

অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম-এর নির্দেশনায় বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীনের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে রোববার (৬ জুন) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা

মো. ইমান আলী; তিনি বাঘারপাড়া থানার রঘনাথপুর গ্রামের বাসিন্দা। মো. নিকমল মোল্যা, ছাদ্দাম, মো. রজিবুল হোসেন; তাঁরা বাঘারপাড়া থানার আজ মেহেরপুর গ্রামের বাসিন্দা। মো. তাজিম; তিনি বাঘারপাড়া থানার মহিরন গ্রামের বাসিন্দা। বায়জিত হোসেন, তিনি তিনি বাঘারপাড়া থানার খলশী গ্রামের বাসিন্দা।

আরও আছেন, মো. সাইফুল্যাহ, আ. রশিদ মোল্যা, হারুন মোল্যা ও দাউদ আলী মোল্যা। তাঁরা খলশী গ্রামের বাসিন্দা। মো. মুরাদ মোল্যা, তিনি দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। নাজির মোল্যা, তিনি বল্যামুখ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।