পুলিশি হেফাজতে গ্রেপ্তার ২ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পুলিশ চাঞ্চল্যকর সোহান শেখ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

দুই আসামি হলো মো. নিরব শেখ (১৭) ও মো. হায়াত কাজী (১৭)। ১৯ মার্চ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন হরিণবাড়িয়া প্রামাণিক পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভিকটিম সোহান শেখের মোবাইল ফোন, হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা দুটি শার্ট উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১৬ মার্চ রাত ৩টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যবর্তী সময়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে সোহান শেখকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আলামত গোপন করার জন্য বালু ও ইট দিয়ে ভিকটিম সোহান শেখের মৃতদেহ চাপা দিয়ে রাখে।

ঊর্ধ্বতনের নেতৃত্বে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।