রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ ফেনসিডিল বহনকারী একটি গাড়ি আটক করেছে। উদ্ধার করেছে ২৮৫ বোতল ফেনসিডিল।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম ১০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারির চেকপোস্টে ডিউটি করার সময় গোয়ালন্দ মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-চ-১১-৫০০৬ নম্বরের একটি নোহা গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত বেগে দৌলতদিয়া ঘাটের দিকে যেতে থাকে। পুলিশ গাড়িটির পিছু পিছু ধাওয়া করলে চালক গাড়িটি আরও দ্রুতবেগে চালিয়ে দৌলতদিয়া বাস টার্মিনালের আব্বাস সরদারের চায়ের দোকানের পূর্ব পাশে রেখে চালক ও গাড়ির ভেতরে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন গাড়ি থেকে নেমে দৌড়ে টার্মিনালে থাকা গাড়ির আড়ালে পালিয়ে যায়। এরপর পুলিশ উপস্থিত লোকজনের সামনে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে কাপড়ের তৈরি দুটি ব্যাগের মধ্যে সর্বমোট ২৮৫ বোতল মাদক ফেনসিডিল এবং বাজারের ব্যাগে থাকা একটি তরমুজ, একটি পুরাতন ওড়না, ভিজিটিং কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নোহা গাড়িটি উদ্ধার করে জব্দ করেন।

এ ঘটনায় গাড়ির অজ্ঞাতনামা চালক ও অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।