বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। ছবি: পুলিশ নিউজ

গোপালগঞ্জে ট্রাফিক পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার চালু হয়েছে। গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইনস মোড়ে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আমরা কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। আবার জনগণ আমাদের কাছে অনেক সময় ট্রাফিক পুলিশ দ্বারা হয়রানির অভিযোগ করে। তাই ট্রাফিক পুলিশের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার। এই বডি ওর্ন ক্যামেরাতে দুর্ঘটনা, আইনশৃঙ্খলাসহ আশপাশের সব দৃশ্য ধারণ হবে। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. উজ্জ্বল শেখ, মোল্লা সেকেন্দার, সার্জেন্ট কামরুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ ক্যামেরার কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের সব কার্যক্রম মনিটরিং করবেন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।