রূপপুরে রিঅ্যাক্টর ভ্যাসেল স্থাপনের কাজ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল স্থাপনকাজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিঅ্যাক্টরটি উদ্বোধন করবেন তিনি। খবর বাসসের।

এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বলেন, এর মাধ্যমে দেশে পারমাণবিক শক্তি উৎপাদনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ইউনিটটির প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেশার ভ্যাসেল বা পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হবে।

এ বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার সেরা কর্মকৌশল চর্চা, অনেক বছরের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে কাজে লাগানো হয়েছে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বলেন, বিদ্যুৎ ইউনিটের অ্যাকটিভ ও প্যাসিভ ব্যবস্থার অনন্য সংমিশ্রণ কেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করবে এবং বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পিত মাত্রার নিশ্চয়তা দেবে।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ শিল্পের উন্নয়ন কেবল বাংলাদেশে জ্বালানি সরবরাহের সমস্যার সমাধান করবে না, এই অঞ্চলের উন্নয়নে অবদান রাখবে এবং জনগণের জীবনযাত্রার মানও বৃদ্ধি করবে।