উদ্ধার করা পিস্তল ও গুলি। ছবি: বাংলাদেশ পুলিশ।

নরসিংদীর রায়পুরায় প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানার পুলিশ।

থানার এসআই সাদেকুর রহমানসহ পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার রাত ৯টায় রায়পুরা থানাধীন নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মো. সবুজ মিয়াকে ১টি পিস্তল, ৩টি গুলিসহ আটক করে।

পরে আসামি সবুজের দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র ও গুলি সরবরাহকারী মানিক মোল্লাকে ওই রাতেই রায়পুরা পূর্বপাড়া নিজ বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি সবুজ জানান, ৫ আগস্ট সন্ধ্যা ৭টার সময় স্থানীয় যুবক মো. নাঈম মিয়ার (২৬) সঙ্গে ঝগড়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্য পিস্তল দিয়ে ২টি গুলি করেন।

এ ঘটনায় নাঈম বাদী হয়ে সবুজ মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা করেন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও হত্যাচেষ্টা মামলার তদন্ত অব্যাহত আছে।