কেরাণীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার চোরাই অটোরিকশা বিক্রিকারী চক্রের দুই সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ব্যাটারিচালিত চোরাই অটোরিকশা বিক্রিকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ৩০ জানুয়ারি (সোমবার) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. বিল্লাল (৩০) ও মো. আজিম (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে জানা যায়, কেরাণীগঞ্জ মডেল থানার লাকিরচর এলাকায় চোরাই অটোরিকশা/মিশুক বিক্রিকারী চক্রের দুই সদস্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা-পুলিশের একটি দল লাকিরচর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের একপর্যায় তারা জানায়, তাদের সিন্ডিকেটের আরও সদস্য পাশের মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার সিরাজপুর বাজার এলাকায় সাইদের অটোরিকশা গ্যারেজ ও লাকিরচরে সালামের গ্যারেজে আরও ছয়টি চোরাই অটোরিকশা মজুদ রেখেঝে। এই তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এলাকায় সাইদের গ্যারেজে অভিযান চালিয়ে চারটি অটোরিকশা এবং কেরাণীগঞ্জ মডেল থানার লাকিরচরে সালামের গ্যারেজে অভিযান চালিয়ে দুটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।