গুলশানের কূটনৈতিক এলাকায় কনস্টেবল কাওসারের করা গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হওয়ার ঘটনার নেপথ্য কারণ উদঘাটন ও ঘটনার দায়দায়িত্ব নিরূপণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

গত শনিবার (৮ জুন) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানের ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রিফাত রহমান শামীম, পিপিএম-বার-কে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) মো. এলিন চৌধুরী ও সদস্য সহকারী পুলিশ কমিশনার (আইএডি বিভাগ) আশফাক আহমেদ।

তদন্ত কমিটিকে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।