হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: হাইওয়ে পুলিশ

ব্যক্তিগত গাড়ি চালানোর সময় কিছু ভুলের কারণে চলতি পথে নানা সমস্যায় পড়তে হয়। এ থেকে উত্তরণের সম্ভাব্য পথ বাতলে দিয়েছে হাইওয়ে পুলিশ।

ফেসবুক পেজে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক এক পোস্টারে গাড়ি চালানোর আগে কিছু করণীয় জানানো হয়।

এতে বলা হয়, গাড়ি চালানোর আগে জ্বালানি দেখে নেওয়ার পাশাপাশি ব্রেক অয়েল ও পানি চেক করে নিতে হবে। একই সঙ্গে চাকার হাওয়া চেক, ব্যাটারি কানেকশন ও মবিলের লেভেল দেখতে হবে।

গাড়ির কাগজপত্র সঙ্গে রাখাও গুরুত্বপূর্ণ মনে করে হাইওয়ে পুলিশ।