গ্রেপ্তার আসামি অহিদুল ইসলাম নয়ন। ছবি : গাজীপুর মহানগর পুলিশ

গাজীপুর মহানগরসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধ চোর চক্রের লিডার অহিদুল ইসলাম নয়নকে (৪০) গ্রেপ্তার পুলিশ।

উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি বাসা-বাড়ির দরজা ভেঙে, তালা ও গ্রিল কেটে মালামাল লুট চক্রের দলনেতা।

এর আগে ১৫ মার্চ গাজীপুরের কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ৪৫ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করেন নয়ন।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে একটি মোবাইল ফোনের সূত্র ধরে নয়নের দুভাইসহ চারজনকে চুরির মালামালসহ সম্প্রতি বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা দলনেতা নয়নের নাম প্রকাশ করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত কাউয়াল, স্ক্রু-ডাইভার, কাটার, প্লাস ও বিভিন্ন সরঞ্জামাদিসহ আরও চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চুরি, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।