গাজায় হামাসের টানেল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

টানা ৩২ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলের হামলায় গত ১ মাসে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১০ হাজারে। নিহতদের অর্ধেকই শিশু ও নারী। আহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। খবর আজকের পত্রিকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় ১০ হাজার ৫১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৩২৪ জনই শিশু। আর নারীর সংখ্যা ২ হাজার ৮২৩। এ ছাড়া ৬৪৯ জন বয়স্ক ফিলিস্তিনিও রয়েছেন নিহতের তালিকায়। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ২৬ হাজারেরও বেশি গাজা উপত্যকায় বিপুলসংখ্যক শিশুসহ আড়াই হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার বাইরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছে আরও ১৬৩ ফিলিস্তিনি। আহত হয়েছে ২ হাজার ৪০০ জন।