মৌলভীবাজার সদর থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার সদর থানা-পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মৌলভীবাজার সদর থানার মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বান্দের বাজারের ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে বিক্রির উদ্দেশ্যে গাঁজার চাষ করা হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মো. মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে দোকানমালিক ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে। পরে ফিরোজ মিয়ার দেখানো মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এর চাষ করেছেন বলে জানিয়েছেন। পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে ফিরোজ। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।