সাভার হাইওয়ে থানা। ছবি: সংগৃহীত

সড়কে অতিরিক্ত গাড়ির চাপেও যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কের শৃঙ্খলা বজায় রাখা, কোরবানির পশুবাহী যান নির্বিঘ্নে চলাচল এবং পশু ব্যবসায়ীদের টাকাপয়সা নিরাপদে লেনদেনের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিয়েছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।

বুধবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। খবর কালের কণ্ঠের।

মঙ্গলবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

তিনি বলেন, হাইওয়ে থানার পক্ষ থেকে অতিরিক্ত প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ওসি জানান, কাউন্টারগুলোতে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, সে লক্ষ্যে সাদাপোশাকে পুলিশের নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গরুর গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, কেউ যেন গরুর গাড়িকে সিগন্যাল না দিতে পারে, সে লক্ষ্যে প্রতি পয়েন্টে পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। সাভার হয়ে বিনা বাধায় গরুর গাড়ি ঢাকায় ঢুকে যাবে।