মতবিনিময় সভায় কেএমপি কমিশনারসহ উপস্থিত অতিথিরা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে রোববার দুপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম-সেবা।

সভার শুরুতে খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন কেএমপির কমিশনার। পরিচয়পর্ব শেষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতামত ও বক্তব্য অত্যন্ত মনোযোগসহ শোনেন তিনি।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিক বন্ধুরা সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন অসংগতি এবং আইনশৃঙ্খলা অবনতিসংক্রান্ত ব্যাপারগুলো সাংবাদিকদের রিপোর্টের মাধ্যামে জানা যায়। ফলে পুলিশ এবং সাংবাদিক মিউচুয়ালের মাধ্যমে খুলনা মহানগরী তথা দেশের কল্যাণে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এবং সাংবাদিকদের পারস্পরিক হৃদ্যতার ভিত্তিতে কাজ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, যানজটমুক্ত এবং সর্বোপরি ফৌজদারি অপরাধমুক্ত একটি সুখী, সুন্দর খুলনা মহানগরী উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।’