খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় অতিথিদের সঙ্গে কেএমপি কমিশনার। ছবি: কেএমপি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা বিপিএম-সেবা।

শনিবার সকাল ১০টা ৫ মিনিটে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া পিপিএম, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির, খুলনা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।