কেএমপির উদ্যোগে র‍্যালি আয়োজিত হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে মহানগরীতে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় নগরীর বয়রা এলাকায় পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং কেএমপির ব্যাপক আয়োজনের মধ্য দিবসটি উদযাপিত হয়।

এ উপলক্ষে নগরীর বয়রা বাজার মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে কেএমপির বয়রা পুলিশ লাইনসে এসে শেষ হয়।

পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আবদুল খালেক এবং কেএমপি কমিশনার মো. মাসুদুর রহামান ভূঞা।

এ উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের (সিপিএম) সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য আটজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

বক্তব্য দিচ্ছেন খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আবদুল খালেক। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. এ কে এম কামরুল ইসলাম, খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী প্রমুখ।
বক্তব্য দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহামান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

এ ছাড়া কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনীতিক, সাংবাদিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিংয়ে অনবদ্য অবদানের জন্য এক পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ