খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ র‍্যালি বের করে। ছবি: বাংলাদেশ পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৩।

নগরীর বয়রা এলাকায় কেএমপি’র পুলিশ লাইনসে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উপলক্ষে র‍্যালি, শ্রদ্ধাবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের জন্য ১ মিনিটের নীরবতা পালন, ক্রেস্ট উপহার ও সম্মাননা পত্র প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির আলোচনা সভায় কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা সভাপতিত্ব করেন ।

কেএমপির পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও ২৫ মার্চ কালরাতের প্রথম প্রতিরোধে যে সকল পুলিশ সদস্য আত্মাহুতি দিয়েছেন, তাঁদেরকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ ছাড়া কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম; পিটিসি, খুলনার (ডেপুটি কমান্ড্যান্ট) অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান খান; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ইকবাল; আরআরএফ, খুলনার অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) নওরোজ হাসান তাদুকদার; র‍্যাব-৬, খুলনার অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ, বিএসপি, পিএসসি, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ৩য় এপিবিএন, খুলনার কমান্ডিং অফিসার মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো . কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা; পিবিআই, খুলনা জেলার বিশেষ পুলিশ সুপার জনাব সৈয়দ মুশফিকুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; হাইওয়ে (খুলনা রিজিয়ন) পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল; সিআইডি, খুলনার বিশেষ পুলিশ সুপার জনাব নাব ছত্রধর ত্রিপুরা; রেলওয়ে পুলিশ, খুলনার পুলিশ সুপার মো রবিউল হাসান; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম, খুলনার সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম এবং খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির-সহ খুলনাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।