শনিবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর লীগ পর্বের উদ্বোধন করা হয়। ছবি: খুলনা মহানগর পুলিশ

খুলনার বয়রায় পুলিশ লাইনস মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২১ এর লীগ পর্বের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) একেএম নাহিদুল ইসলাম, বিপিএম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; খুলনা আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু ; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোচ, রেফারি এবং খেলোয়াড়েরা।