খালিশপুর থানা পরিদর্শনকালে কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা নগরীর খালিশপুর থানা পরিদর্শন করেছেন।

কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুর থানা পরিদর্শনকালে থানার সব কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন কেএমপি কমিশনার।

পরিদর্শন শেষে তিনি খালিশপুর থানার সেবাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনবান্ধব পুলিশিং করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

খালিশপুর থানার রেজিস্টার পর্যবেক্ষণ করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. মোসফেকুর রহমান; সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. আবু জাফর, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস এবং অন্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিতি ছিলেন।