খাগড়াছড়ি পুলিশ লাইনসে কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ির পুলিশ সুপার সুপার মুক্তা ধর পিপিএম (বার)-এর উদ্যোগে পবিত্র রমজান মাসে পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইনসে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, আমাদের পুলিশ সদস্যরা পবিত্র মাহে রমজানে যাতে ধর্মীয় পরিবেশে কোরআন শিখতে পারেন, সে জন্য এই আয়োজন করেছি। রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।