পুলিশি হেফাজতে জব্দ করা চোরাই মালপত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

শুল্ক ফাঁকি দিয়ে ১ হাজার ৯০০ কার্টন সিগারেট ট্রাকে পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানাধীন চেঙ্গি স্কয়ার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ট্রাকচালক মো. জামাল (৩৮) ও সহযোগী মো. ইয়াসিন (৩১)। তাঁদের বাড়ি চট্টগ্রাম জেলায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও সহযোগী এ-সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ সুপার আরও জানান, জব্দ করা সিগারেটের আনুমানিক দাম ২৮ লাখ ৫০ হাজার টাকা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।