ডিএমপির অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ইয়াবা, হেরোইন, সিএনজিচালিত অটোরিকশাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাদিম, মো. নুরুজ্জামান, মো. রতন আলী ও মো. সোহেল রানা। গ্রেপ্তারের সময় তাঁদের হেফাজত থেকে এক হাজার ইয়াবা বড়ি, ৫০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাটারা থানার কাজী কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে বলেন, ‘কতিপয় ব্যক্তি সিএনজিযোগে ইয়াবা ও হেরোইন নিয়ে বাড্ডা প্রগতি সরণি থেকে ভাটারার কাজী কমপ্লেক্স মার্কেটের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সিএনজি তল্লাশি করে উল্লেখিত ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।’

ওই চারজনের নামে ভাটারা থানায় মামলা করা হয়েছে।