পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মোবাইল ফোন। ছবি : বাংলাদেশ পুলিশ

ক্রেতার বেশে মোবাইল ফোন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকার কেরানীগঞ্জ থানা-পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৬টি চোরাই ফোন।

শনিবার (৬ এপ্রিল) ঢাকার পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) জানান, কেরানীগঞ্জ থানাধীন আঁটিবাজার পাঁচদোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা এলাকার মিনারা বেগম ওরফে রিনা বেগম ওরফে মিনা বেগম (২৫) ও গিয়াসউদ্দিন। আসামির মিনারার বিরুদ্ধে দুটি মামলা আছে।

পুলিশ সুপার জানান, বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় মোবাইল ফোন চুরির ঘটনা বেড়েছে। এরই ধারাবাহিকতায় তদন্তের একপর্যায়ে চক্রের দুজনকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থানা-পুলিশ।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, ঈদুল ফিতর সামনে রেখে ক্রেতার বেশে বিভিন্ন মার্কেট ও শপিং মলে যেতেন আসামিরা। এরপর সুযোগ বুঝে লোকজনের ব্যাগ ও পকেট থেকে ফোন ও টাকা চুরি করতেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।