টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন কোহলি।

রোববার (২৩ অক্টোবর) সুপার টুয়েলভ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।

জবাবে সপ্তম ওভারে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪৮ রান প্রয়োজন ছিল ভারতের। কোহলি ও পান্ডিয়ার তাণ্ডবে দুই ওভারে ৩২ রান নেয় ভারত।

শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু নওয়াজের প্রথম বলেই আউট হন পান্ডিয়া।

পরের বলে দিনেশ কার্তিক ১ রান নেন। তৃতীয় বলে ২ রান নেন কোহলি। এরপর নো বলে ছক্কা মারেন কোহলি। ফ্রি-হিটে পরের ডেলিভারি ওয়াইড হয়। আবারও ফ্রি-হিটে পরের ডেলিভারিতে বাই থেকে আসে ৩ রান।

শেষ ২ বলে ২ রান দরকার পড়ে ভারতের। পঞ্চম বলে কার্তিক আউট হন। শেষ বলে ওয়াইড দিলে ১ বলে ১ রান দরকার পড়ে। শেষ বলে ১ রান নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন অশ্বিন।