যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় সোমবার কোভিড জরুরি অবস্থা তুলে নিতে একটি আইনে স্বাক্ষর করেছেন।

হোয়াইট হাউস বলেছে, কোভিডের সঙ্গে যুক্ত একটি পৃথক জনস্বাস্থ্য জরুরি অবস্থা আগামী ১১ মে পর্যন্ত বলবৎ থাকবে। এর মাধ্যমে তিন বছরের বেশি সময় আগে ঘোষণা দেওয়া কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হলো। খবর সিএনএনের।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নির্ধারিত সময়ের এক মাস আগেই কংগ্রেসে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ আরও এক মাস পর জাতীয় জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। এর আগে জাতীয় জরুরি অবস্থা শেষ করার বিরোধিতার ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন। তিনি বলেছিলেন, তিনি আইনটিতে ভেটো দেবেন না। পরে সিনেট মার্চের শেষের দিকে আইনটি পাস করে। প্রায় দুই ডজন ডেমোক্র্যাট এটিকে সমর্থন করেছে।

কোভিড জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান হওয়ায় যুক্তরাষ্ট্রে কোভিড পরীক্ষা, বিনা মূল্যের টিকা এবং অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য তহবিল এখন বন্ধ হয়ে যাবে।

সূত্র : কালের কণ্ঠ।