পাকিস্তানের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টের অধিবেশন শুরু হবে আজ।

সোমবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বেলা তিনটায় পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় জানিয়েছে। খবর সমকালর।

পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে শনিবার (৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ৩৪২ আসনের পার্লামেন্টে তার বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। তাকে ক্ষমতা থেকে সরাতে দরকার ছিল ১৭২ ভোট।

ইমরানের ক্ষমতা হারানোর মধ্য দিয়ে পতন হয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারেরও। এ জন্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হচ্ছে।