কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ডাকাতির ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. ইমরান (২৬) ও সোনিয়া আক্তার নুরুন্নাহার (৩৮)।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, থানার খোলামোড়া টাইলস মসজিদ এলাকার ভাড়াটে রাবেয়া বসরীর বাসায় ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢুকে পড়ে। এ সময় রাবেয়া ও তার পরিবারকে চিৎকার-চেঁচামেচি করলে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর ওই বাসা থেকে নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা, তিনটি সোনার চেইন, তিন জোড়া কানের দুল, একটি স্বর্ণের পাটি ব্রেসলেট, একটি আংটি, একটি স্মার্টফোন, একটি বাটন ফোনসহ মোট ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার মতো অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলটি। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন রাবেয়া। এই মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত শরিফুল, ইমরান ও সোনিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে লুন্ঠিত মালামালসহ একটি প্রাইভেট কার, ৩০ হাজার টাকা, সিটি গোল্ড, ভিডিও ক্যামেরা, একটি বুমসহ ক্যামেরা ব্যাগ উদ্ধার করা হয়।