মিডিয়া বিভাগের হল রুমে কেক কেটে প্রতিষ্ঠাদিবস উদযাপন করছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। ছবি : ডিএমপি

কেক কেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাদিবস উদযাপন করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মিডিয়া বিভাগের হল রুমে কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন। এ সময় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি, সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লাসহ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাদিবস। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে শনিবার বিকেলে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানের শুরুতে ডিএমপির সার্বিক কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া রাজারবাগ পুলিশ লাইনস মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।