কেএমপি হেডকোয়ার্টার্সে বৃহ্স্পতিবার আঞ্চলিক পরিবহন কমিটি, খুলনার সভা হয়। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টার্সে আঞ্চলিক পরিবহন কমিটি, খুলনার সভা হয়েছে।

হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে বৃহস্পতিবার কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞার উপস্থিতিতে এ সভা হয়।

সভায় রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা, মোটরযানের ট্যাক্স ও ফিটনেস হালনাগাদকরণ, মোটরযান রুট পারমিট অনুমোদন, অবৈধ পার্কিং/যানজট নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, উপকমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক, কেসিসির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আব্দুল আজিজ, খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার ফিরোজ হোসেন, মোটর বাস মালিক সমিতি, খুলনার সভাপতি আলহাজ আব্দুল গফফার বিশ্বাস, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন, খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদুসহ সংশ্লিষ্টরা।