কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে ইমন হত্যায় জড়িত পাঁচ আসামি এবং উদ্ধারকৃত বন্দুক ও গুলি। কোলাজ: পুলিশ নিউজ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মো. ইমন হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টা পাঁচ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

কেএমপির উপকমিশনার (দক্ষিণ) বলেন, ‘কেএমপির পুলিশ কমিশনার স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় গত (বৃহ্স্পতিবার) রাতে সকল ইউনিট একযোগে ব্লক রেড পরিচালনা করা হয়। এরই ফলে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা গাবতলার মোড়ে সংঘটিত মো. ইমন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এসআই (নিরস্ত্র) অনুপ কুমার ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট করাকালীন রাত ২টা ৪৫ ঘটিকায় সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হইতে ময়ূর ব্রিজগামী বাইপাস রোডস্থ সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক বন্ধ দোকানের সামনে হইতে হত্যার মামলার এজাহারনামীয় আসামি নাজমুস সাকিব জাকারিয়ার (২৮) কোমরের পেছনের অংশে প্যান্টের ভেতরে গোজা অবস্থায় একটি কালো রঙের ওয়ান শুটার গান (যাতে পিস্তলের গুলি ব্যবহার করা হয়) ও পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি সাদা কাগজে মোড়ানো এক রাউন্ড পিস্তলের গুলিসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, ‘অপরদিকে অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) সুকান্ত দাশের একটি চৌকস অভিযানিক টিম কর্তৃক অভিযান পরিচালনা করে রাত ৩টা ৩০ ঘটিকার সময় শেখপাড়া এলাকা হইতে আসামি রিয়াজ (৩২), বুলু পাটোয়ারীকে (৩৫) গ্রেপ্তার করে। অতঃপর ভোর ৪টা ২০ ঘটিকার সময় শিববাড়ী মোড় এলাকা হতে আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁকে (২২) গ্রেপ্তার করে।’