কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতে কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ দেওয়া হয় পুলিশ সদ্স্যদের। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কমিশনার মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে এ সভা হয়।

পর্যালোচনা সভায় কেএমপির কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মুলতবি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

কেএমপির কমিশনার সভার শুরুতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ মামলা তদন্তকারী, মাদকদ্রব্য উদ্ধারকারী এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মধ্যে নগদ অর্থ পুরস্কার দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অনেকে।