পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১২০টি ইয়াবা বড়ি, ৬০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১০ মে) সকাল থেকে শনিবার (১১ মে) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শেখ সুমন (২৩), মো. পিয়ারু হোসেন (৩৮), মো. শাকিল হাওলাদার (২২), রতন কুমার শীল (৪৬) ও মো. ইমরান শিকদার (২৪)।

তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।