পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭১০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ মে) সকালে বাজিতপুর থানাধীন শাহপুর এলাকার নিজ বাড়ি থেকে আসামি ডালিম মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।

ডিবি কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, অভিযানের সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আসামিদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।