পুলিশি হেফাজতে আসামিদের কয়েকজন। ছবি: পুলিশ নিউজ

পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে পুলিশ কনস্টেবল মো. মেহেদী হাসানকে নগদ অর্থ প্রদান করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্সে ওই পুলিশ সদস্যের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

কেএমপি জানায়, ২৫ এপ্রিল রাতে খুলনা থানাধীন হুগলী বেকারির সামনে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন কনস্টেবল মো. মেহেদী হাসান। তবে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিনতাইকারী। পরে বিশেষ অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম।