খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার তাদের জিম্মি থেকে রুবাইয়া (১১) নামে মানসিক ভারসাম্যহীন এক কন্যাশিশুকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছে।

গত ৫ আগস্ট রাত অনুমানিক সোয়া ১টায় সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে একটি মানসিক ভারসাম্যহীন এক কন্যাশিশুকে এক ব্যক্তি সোনাডাঙ্গা থানায় নিয়ে আসেন।

পরে সোনাডাঙ্গা থানা শিশুটিকে কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করে।

শিশুটি নিজের নাম রুবাইয়া ছাড়া আর কোনো কিছু বলতে পারে না। ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত এসআই(নিরস্ত্র) ডলি সরকার ও এসআই(নিরস্ত্র) ফাতেমা খাতুন সঙ্গীয় নারী কনস্টেবল সহ চেষ্টা করে ভিকটিমের নিজ বাড়ির ঠিকানা খুঁজে পান। ভিকটিমের বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে তার বাবাকে ফোন করলে তিনি জানান, তার নাম মো. আছাদুল এবং তার মেয়ের নাম রুবাইয়া, বয়স ১১ বছর।

গতকাল ৭ আগস্ট সকাল পৌনে ৯টায় ভিকটিমের বাবা কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে এলে ভিকটিমের জন্মসনদ ও তার বাবার পরিচয়পত্র যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে খুলনার সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের পক্ষে ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ রুবাইয়াকে তার বাবার জিম্মায় দেন।