পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গ্র্যান্ড কল্যাণ সভা মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা বিপিএম (সেবা)।

কেএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন কেএমপি কমিশনার। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক এবং কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।