কেএমপির অভিযানে গ্রেপ্তার মাদক কারবারিদের একজন। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১৭০ গ্রাম গাঁজা, ১২৫টি ইয়াবা বড়ি, ৮ বোতল ফেনসিডিল, ৪ বোতল দেশে তৈরি চোলাই মদসহ ১০ কারবারি গ্রেপ্তার হয়েছেন।

মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওই ১০ জন হলেন মেহেরপুর সদরের ফৌজদারিপাড়া পৌর ঈদগাহর পাশের সাকিবুল ইসলাম (২৫), খুলনার দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া কেবি ফিলিং স্টেশনের বিপরীতের নাছিমা বেগম (৩৬), নড়াইল সদরের গোয়ালবাড়ি পশ্চিমপাড়ার সুনীল বিশ্বাস ওরফে খিলি (৩৮), খুলনা থানার নতুন রেলওয়ে স্টেশন পানির ট্যাংক সংলগ্ন এলাকার আবুল কালাম আজাদ (৩৫), খুলনার লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকার রাশেদ খন্দকার (২৭), সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা নবীনগর এলাকার মো. জুয়েল (২৩), খালিশপুর থানার নিউপ্রিন্ট গেটের সামনে সোনালী ব্যাংকের পাশের এলাকার সানী হাওলাদার (২২), একই এলাকার আব্বাস উদ্দিন ওরফে সাগর (২১), সাতক্ষীরা কালীগঞ্জ থানার বারদহা হাঁড়িভাঙ্গা এলাকার ইমরান হোসেন বাবু (৩১) ও খুলনার তেরখাদা থানার উত্তর মোকামপুর শেখ বাড়ি এলাকার আকাশ শেখ (২০)।

গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা হয়েছে।