পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা বিয়ার ও ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৮০ ক্যান বিদেশি বিয়ার, ৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) খালিশপুর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন কেএমপির লবণচরা থানা এলাকার মো. সাইদ আলী, চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকার মো. সাগর বিশ্বাস (৩১) এবং খুলনার দৌলতপুর থানা এলাকার জয়নুদ্দিন চৌধুরী (৪৫)।

কেএমপি জানায়, বৃহস্পতিবার রাতে খালিশপুর থানা এলাকা থেকে ১৮০ ক্যান বিয়ারসহ সাইদ ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সাইদের বিরুদ্ধে একটি এবং সাগরের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। দিনের আরেক অভিযানে খালিশপুর থানা এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ জয়নুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।