কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

এ সময় জঙ্গি ও সন্ত্রাস, মাদক, মানবপাচার, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলা নিবিড়ভাবে তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।

সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুজন পুলিশ পরিদর্শক; ৩৭ জন এসআই; ১৩ জন এএসআই; একজন নায়েক; স্টোনো পদমর্যাদার দুজন; ১৬ জন কনস্টেবল ও একজন অফিস সহকারীসহ মোট ৭২ জনকে নগদ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।