পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় চাঁদা আদায়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে টাকা ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

গত রোববার (১৪ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানাধীন চকবাজার-তেলিকোনা সড়কের তেরীপট্টি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জেলার কোতোয়ালি থানা এলাকার মো. হোসেন (৪৬) ও মো. সবুজ (২৫) এবং সদর দক্ষিণ থানা এলাকার মো. মোতাহের হোসেন (৪৫)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল শাকিব জানান, চকবাজার-তেলিকোনা সড়কের তেরীপট্টি এলাকায় যানবাহন আটকে চাঁদা আদায় করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হোসেন, সবুজ ও মোতাহেরকে টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের সহযোগী আবু জাহের (৪২) ও শরীফুল ইসলাম রাসেলসহ (৪০) কয়েকজন পালিয়ে যান।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, দীর্ঘ দিন ধরে যানবাহন চালকদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন আসামিরা। কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে এ ধরনের চাঁদা আদায়ের কোনো লাইসেন্স দেওয়া হয়নি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।