কুড়িগ্রাম পুলিশের তদন্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। ধর্ষণ মামলার এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জেলা পুলিশ জানায়, ২০০৬ সালের ১৪ অক্টোবর ভুক্তভোগী নারী সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে আসামি মো. আবুল কালাম (৪০) ওই ঘরে ঢুকে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী ওই নারী উলিপুর থানায় মামলা করলে তদন্ত করে ২০০৭ সালের ১০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পরে আদালত ডিএনএ টেস্টের জন্য আদেশ প্রদান করলে ভুক্তভোগী নারী ও তাঁর সন্তানের ডিএনএ পরীক্ষা করায় পুলিশ। এরপর আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।