পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

মাদকের একটি মামলায় পাঁচ বছর সাজা হয়েছিল কুখ্যাত মাদক কারবারি ফখরুল ইসলামের। সাজা থেকে বাঁচতে পলাতক ছিলেন পাঁচ বছর। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হাতে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, ২০১৩ সালের ১৩ এপ্রিল কুড়িগ্রাম সদর থানাধীন মোগলবাসা জিগাবাড়ি ঘাট থেকে ৭৩ বোতল ফেনসিডিলসহ ফখরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর জামিনে মুক্ত হয়ে ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন তিনি। এ মামলায় ফখরুলকে পাঁচ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

অবশেষে সেই মামলার সাজাপ্রাপ্ত আসামি ফখরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।