ভোটকেন্দ্র পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। ছবি : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

আজ সোমবার (৩১ জানুয়ারি) চিলমারীর পাঁচটি ইউনিয়ন ও ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ভোটারগণ ইভিএমের মাধ্যমে ভোট দেন।

বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের সময় চিলমারীর দুর্গম চর এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।